কলকাতাশিরোনাম এই মুহূর্তে
কলকাতা কর্পোরেশনের ১৩৬ নম্বর ওয়ার্ডের মেটিয়াব্রুজ থানার অন্তর্গত মুদিয়ালি হরিসভার একটি মন্দিরে দুঃসাহসিক চুরি –


সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : কলকাতা কর্পোরেশনের ১৩৬ নম্বর ওয়ার্ডের মেটিয়াব্রুজ থানার অন্তর্গত মুদিয়ালি হরিসভার একটি মন্দিরে দুঃসাহসিক চুরি। সিসিটিভি ফুটেজ অনুযায়ী যেমনটি দেখা গেছে গতকাল আনুমানিক রাত দুটো নাগাদ দুই যুবক মন্দিরের চূড়ার কাঁচ ভেঙে মই দিয়ে নিচে নেমে এই চুরির ঘটনাটি ঘটিয়েছে।
আজ সকালে মন্দিরের পুরোহিত পুজো দিতে এসে ক্যাশ বাক্স ও আলমারি লন্ডভন্ড অবস্থায় দেখার পরেই মন্দির কমিটিকে বিষয়টি তিনি জানান। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে নগদ এবং গয়না মিলিয়ে কয়েক লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে।
মেটিয়াবুরুজ থানা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। মুদিয়ালির ঘিঞ্জি এলাকায় সিসিটিভি লাগানো মন্দিরে কিভাবে এই চুরির ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।