কেন্দ্রের নির্দেশে শান্তনু ঠাকুরের হাত ধরে মতুয়াদের নিয়ে সিএএ–র প্রচারে বিশাল মিছিল নদীয়ায় –


সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : করোনা পরবর্তীকালে পশ্চিমবঙ্গের ঝটিকা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএএ কার্যকর হওয়ার ইঙ্গিত দেন । তার রেশ ধরে এদিন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর নদিয়ায় মতুয়া সমাজকে নিয়ে সিএএ–র কার্যকারিতার পক্ষে একটি বিশাল সমাবেশের আয়োজন করেন । এই সমাবেশে
শান্তনু ঠাকুর বলেন , ‘আমরা জানি সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়িত হয়েছে । আমরা চাই আপনারা এর সুবিধা দ্রুত পান । কিন্তু এটা জেনে রাখুন , যতদিন পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার থাকছে ততদিন ওরা এই আইন রাজ্যে কার্যকর হতে দেবে না । তাই সিএএ বলবৎ করতে তৃণমূল সরকারের পতন নিশ্চিত করতে হবেই ।’
তার কথার পাল্টা জবাব দিয়ে নদীয়ার জেলা সভাপতি তথা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন , ‘বিজেপি–র লোকজন অশিক্ষিত । ওই মিথ্যাবাদীগুলো কী বলল তার জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না । কিন্তু ওরা মতুয়াদের ক্রমাগত ভুল বোঝাচ্ছে । তৃণমূল থাকতে পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হবে না । আমরা তা হতে দেব না ।’
উল্লেখ্য , পশ্চিমবঙ্গ সফরে এসে অমিত শাহ সিএএ প্রসঙ্গে বলেন , ‘সিএএ আইন দ্রুত প্রয়োগ হবে । করোনার পরিস্থিতি দেখে নিয়ে আইন প্রয়োগ করা হবে । সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে ।’
এ ব্যাপারে জে পি নাড্ডার বক্তব্য , ‘সবাই এই আইনের সুবিধা পাবেন , পেতে বাধ্য । এখন বিভিন্ন আইনকানুন তৈরির কাজ চলছে । তবে করোনা পরিস্থিতির জেরে সাময়িকভাবে তা থমকে রয়েছে । করোনা মিটলেই নাগরিকত্ব আইনের সুবিধা সকলে পাবেন ।’