

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : জানুয়ারি মাসেই বিয়ে সম্পন্ন করে ফেলতে চলেছেন বরুণ ৷ শোনা যাচ্ছে বলি পাড়ায় জল্পনা।
বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জনে ছিল বরুণ-নাতাশার প্রেম ৷ নাতাশাকে নিজের প্রেমিকা বলে তিনি মেনেও নিয়েছেন ৷ তবুও নানা কারণে বার বার পিছিয়ে গিয়েও ২০২০ -তেই এই জুটি শুভ কাজ সম্পন্ন করার কথা ভাবেন৷ কিন্তু ওই যে বলে কপালের নাম গোপাল। মাঝে এসে দাঁড়াল করোনা।
শোনা যাচ্ছে আলিবাগে নাকি বিয়ের জন্য বুক করা হয়েছে ফাইভস্টার হোটেলে খুব সাধারন বিয়ে সারবেন বরুণ ও নাতাশা ৷ তবে এসব উড়ে বেরালেও বরুণ এ ব্যাপারে এখনও কোনও গ্রীন সিগনাল দেননি৷