দেশের খবরশিরোনাম এই মুহূর্তে
জেনে নিন , কবে থেকে চলবে শতাব্দী , তেজস এর মত প্রিমিয়াম ট্রেন –


সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সূত্রের খবর , রেলমন্ত্রক চাইছে আগে প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হোক । তারপরে চালানো হবে এক্সপ্রেস ট্রেন । নভেম্বর মাস থেকেই রাজধানী , শতাব্দী , হামসফর , তেজসের মতো ট্রেন চালানোর কথা ভাবছে রেল ।
বর্তমানে ৬৮২টি স্পেশাল ট্রেন ও ২০টি ক্লোন ট্রেন চালাচ্ছে রেল । উৎসবের সময়ে ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে ৩৯২টি স্পেশাল ট্রেন ।
সূত্র মারফত আরো জানা যাচ্ছে , নভেম্বরে দেশে করোনা সংক্রমণের চিত্র খতিয়ে দেখবে কেন্দ্র । তারপরে মেল বা এক্সপ্রেস ট্রেন চালানোর ব্য়াপারে সিদ্ধান্ত নেওয়া হবে ।
আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে ট্রেনের স্বাভাবিক পরিষেবা ।
SRC