দক্ষিণ 24 পরগনাশিরোনাম এই মুহূর্তে
দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানা এলাকার আকড়া ফটকের মা তারা কালী মন্দির সংলগ্ন নদীর ঘাটে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো –


সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানা এলাকার আকড়া ফটকের মা তারা কালী মন্দির সংলগ্ন নদী ঘাটে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো। যেমনটা জানা গেছে স্থানীয় কিছু মানুষ ওই ঘাটে সকালে স্নান করতে এসে ওই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে রবীন্দ্র নগর থানায় খবর দিলে রবীন্দ্র নগর থানা ঘটনাস্থলে আসে।
তারপরে পোর্ট থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। বছর পঁয়ত্রিশের ওই যুবকের পরিচয় এখনো জানা না গেলেও যুবকের হাতে কোমরে এবং কানে আঘাতের চিহ্ন ছিল। দেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান মৃত দেহ টি দিন চারেক আগের। শনাক্তকরণের জন্য বিভিন্ন থানায় ওই যুবকের ছবি পাঠানো হয়েছে। খোঁজ নেয়া হচ্ছে এই কদিনের মধ্যে কোন নিখোঁজ ডায়েরি হয়েছিল কিনা।