পশ্চিমবঙ্গশিরোনাম এই মুহূর্তে
নদীয়ার রানাঘাটের ভট্টাচার্য্য পরিবারের 125 বছরের ঐতিহ্য পূর্ণ জগদ্ধাত্রী পুজো বন্ধ হলো করোনার কারণে –


সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : মলয় দে নদীয়া ;- রাত পোহালেই জগধার্ত্রী পুজো ।রানাঘাট 7 নম্বর ওয়ার্ডে ভট্টাচার্য বাড়ির পুজো 125 বছরে পড়লো ।এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে লোক আসতেন ।তারা প্রাসাদ নিতেন ।পুজোর প্রাসাদ নেওয়ার জন্য আশে পাশের লোক জন ভিড় করতেন ।তাদের পুজো নিষ্ঠা সহকারে সম্পন্ন হতো ।
বারো মাস পুজো হলেও পুজোর সময় তাদের এই পুজো কে কেন্দ্র করে নানা অনুষ্ঠান হয়। পিতলের মূর্তি মা কে এই বছর কোরোনা সংক্রমণের জেরে সিংহাসনে বসিয়ে পুজো করা হবে না ।এই বছর তেমন ভাবে পরিবার পরিজন আসবেন না । কোরোনা পরিস্থিতির জন্য।তাই এই বছর পুজো বন্ধ রাখা হয়েছে ।শুধুমাত্র ঘটে পটে পুজো হবে ।এমনকি ভোগ প্রসাদ ও কাউকে দেওয়া হচ্ছে না সরকারী বিধিনিষেধ মেনে । তাই এই বছর তাদের মন খুব খারাপ ।