Weather Reportপশ্চিমবঙ্গসাধারণ খবর

নিম্নচাপের প্রভাবে হতে পারে বাংলায় বৃষ্টি ?

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : আবহাওয়া দপ্তর সূত্রের খবর , যে নিম্নচাপটি সোমবার ঘনীভূত হয়েছিল সেটি মঙ্গলবার নার্সাপুর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চল দিয়ে প্রবেশ করেছে স্থলপথে । যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কর্নাটক , অন্ধ্রপ্রদেশ , গোয়া , মারাঠওয়াড়া , কোঙ্কন , মধ্য মহারাষ্ট্রের বিক্ষিপ্ত অঞ্চলে । ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর অন্ধ্র উপকূল , দক্ষিণ ওড়িশা ও বিদর্ভতেও ।

তবে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে পুজো প্রস্তুতিপর্বে এরাজ্যে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।

SRC

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button