পঞ্চায়েতের ভ্যাট বা বর্জ্য ফেলার মত কোনো জায়গা না থাকায় বাগনান এলাকায় জমছে জঞ্জালের পাহাড় –


সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : ২৫শে সেপ্টেম্বর , হাওড়া ঃ হাওড়া জেলার অন্তর্গত বাগনান এলাকার প্রায় চারিদিকেই জঞ্জালের পাহাড় জমতে শুরু করেছে। এ নিয়ে এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েতের ভ্যাট বা বর্জ্য ফেলার মত কোনো নির্দিষ্ট জায়গাই প্রস্তুত করা নেই। এমনকি বাগনান থানার সামনে যে পানীয় জলের কলটি রয়েছে, তার চারপাশেও ভরে উঠেছে আগাছা জঞ্জালে।
অভিযোগ, দিনের পর দিন জমে থাকা জঞ্জালের ফলে পঁচা দুর্গন্ধের চোটে নাজেহাল অবস্থা গোটা বাগনানবাসীর। এদিকে এই থানা সংলগ্ন পানীয়জলের কলের পাশেই রয়েছে বিভিন্ন অফিসকাছারি। কিন্তু স্থানীয় প্রশাসনের তত্বাবধানের অভাবে জঞ্জালগুলি ঠিকমতো সাফ হয়ে না, ফলত এলাকাবাসীরা নিদারুণ ক্ষোভে ফুসছে।
কারণ এলাকাবাসীরা এই পথেই ব্যাংক, বিভিন্ন অফিস এবং প্রয়োজনে থানায় আসা যাওয়া করেন। আর প্রায় সকলেই এই কল থেকেই পানীয় জল নেয়। কিন্তু নিয়মিত সাফ-সাফাই না করার জন্য জঞ্জালে পরিপূর্ণ বেহাল অবস্থা হয়ে রয়েছে বলে অভিযোগ এলাকারবাসীদের।