পশ্চিমবঙ্গশিরোনাম এই মুহূর্তে
পরীক্ষা করাতে রোগীদের ভীড় উপচে পড়ল বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতাল –


সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : স্পিচ থেরাপি ও অডিওমেট্রি পরীক্ষা চালু করা হলো বারুইপুর হাসপাতালে।
অডিওমেট্রি পরীক্ষা চালু ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার বাঙ্গুর হাসপাতালে। কোভিড হাসপাতাল নির্ধারিত হওয়ায় এই মুহূর্তে পরিষেবা বন্ধ।
বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বহির্বিভাগের প্রতি সোম ও শুক্রবার এই চিকিৎসা পাওয়া যাবে হাসপাতাল সূত্রের খবর।
ভাঙ্গড় কুলতলী জয়নগর সোনারপুর এসব এলাকার মানুষকে ছুটতে হত বাঙ্গুর, কলকাতা মেডিকেল কলেজ ও বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। এবার থেকে তালা সুবিধা পাবেন বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
আনুমানিক দু লক্ষ টাকার মেশিন, স্পেশাল এডুকেটরের মাধ্যমে স্পিচ থেরাপিতে শিশুরা কথা বলার সুযোগ পাবে এবং কানের সোনার সমস্যা থেকে মুক্তি পাবে।