কলকাতাপশ্চিমবঙ্গশিরোনাম এই মুহূর্তে
প্রথা মেনে নবমীর ভোরে বেলুড় মঠ সারদাপীঠে শুরু হলো 75 তম জগদ্ধাত্রী পুজো –


সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : প্রথা মেনে নবমীর ভোরে বেলুড় মঠ সারদাপীঠে শুরু হলো 75 তম জগদ্ধাত্রী পুজো । নিয়ম মতো নবমীতে তিনবার সপ্তমী অষ্টমী এবং নবমী পুজো করা হয়। গতকাল সন্ধ্যায় দেবীর অধিবাস ও আমন্ত্রণ অনুষ্ঠান হয় । আজ ভোর সাড়ে পাঁচটায় দেবীর প্রাণপ্রতিষ্ঠার পর পূজা শুরু হয়। এখন চলছে পুর্বাহ্নের পূজা। এগারো টায় মধ্যাহ্ন পূজা এবং দুপুর দুটোয় হবে অপরাহ্ন পূজা।
বিকেল চারটেয় হোম। সন্ধে সাড়ে ছটায় আরতী। এর ই মাঝে সকাল ন’টা থেকে পুষ্পাঞ্জলি। এবারের পূজোতে দর্শক প্রবেশ নিষিদ্ধ। কেবল মাত্র সারদা পীঠ ও বেলুড় মঠের সন্ন্যাসী রাই থাকছেন পুজো তে। পুজো হচ্ছে বেলুড় মঠের রীতি মেনে তন্ত্রমতে। পূজা করছেন সন্ন্যাসীরা তল্পিবাহক হিসেবে থাকছেন ব্রহ্মচারী মহারাজেরা।
আগামীকাল সকালে দর্পণ বিসর্জন ও সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন ।