Behalaকলকাতাপশ্চিমবঙ্গশিরোনাম এই মুহূর্তে
বেহালা পর্ণশ্রীতে মা ও ছেলের রহস্যজনক মৃত্যু –


সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : পর্ণশ্রী থানা এলাকার পর্ণশ্রী পল্লী থেকে মা ও 12 বছরের ছেলের দেহ উদ্ধার হয়। স্বামী বীরেন্দ্র কুমার, প্রাক্তন সেনা কর্মী(এখন জিপিও তে চাকরি করেন)বাড়িতে ওই সময় ছিলেন না তিনি অফিসে গিয়েছিলেন।
অফিস থেকে ফিরে এসে যখন দরজা ধাক্কা ধাক্কি করেন তখন ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ, কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। তারপর নিজেই পাড়ার লোকদের দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন স্ত্রী এবং ছেলে ঝুলন্ত অবস্থায় আছে।
এরপর বিদ্যাসাগর হসপিটালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতার বয়স 34, নাম রুপালি কুমারী ও ছেলে 12 বছর বয়স নাম শান। কি কারনে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।