Behalaকলকাতাপশ্চিমবঙ্গশিরোনাম এই মুহূর্তে
শারদীয়ার শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই –


সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক :
২০২১ সালের দুর্গাপুজোর দিন :
মহালয়া: ৬ অক্টোবর (বুধ)
পঞ্চমী: ১০ অক্টোবর (রবি)
ষষ্ঠী: ১১ অক্টোবর (সোম)
সপ্তমী: ১২ অক্টোবর (মঙ্গল)
অষ্টমী: ১৩ অক্টোবর (বুধ)
নবমী: ১৪ অক্টোবর (বৃহস্পতি)
দশমী: ১৫ অক্টোবর (শুক্র)।
শুভ দশমীর শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা ও প্রনাম জানাই। সব্বাই সুস্থ ও আনন্দে থাকার প্রার্থনা করি মায়ের কাছে। করোনা মুক্ত হোক পৃথিবী। সকলের ঘরে শান্তি, সমৃদ্ধি, উন্নতি আসুক। বড়দের শ্রদ্ধা ও সমবয়সী ও ছোটদের ভালোবাসা জানাই। সকলে ভাল থাকুন। আগামী দিন মঙ্গলময় হোক।