সংবাদ ভাস্কর :: দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স(ইন্ডিয়া)- রুরাল ডেভেলপমেন্ট ফোরাম আগামী ৮ই জুন, রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থানার অন্তর্গত মধুসূদনচক গ্রামের ” সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সংস্থার” সাথে যুক্ত হয়ে ” গ্রামীণ মহিলাদের সুস্থায়ী জীবিকা নির্বাহ করার পদ্ধতি সম্পর্কে সচেতনতা শিবির” শীর্ষক আলোচনা সভার ব্যবস্থা করেছে।



এই শিবির অনুষ্ঠিত করতে রুরাল ডেভেলপমেন্ট ফোরামকে সহায়তা করছে ‘ সাথী ‘(SATHEE – Shibpur Association for Technological, Humanitarian and Environmental Endeavours) নামের একটি বেসরকারি সংস্থা (NGO).

এই আলোচনা-সভায় গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়িত করার লক্ষ্যে তাঁদের
• সাংবিধানিক অধিকার ও মানবাধিকার সম্পর্কে
অবহিত করা,
• আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কি কি
সরকারি ও বেসরকারি সুযোগ-সুবিধা পেয়ে
উপার্জন করতে পারেন সেই সম্পর্কে অবহিত
করা,
• মহিলাদের স্বনির্ভরভাবে শিল্পদ্যোগী করার
জন্য কি কি সুযোগ-সুবিধা পেতে পারেন
সেই সম্পর্কে ধারণা দেওয়া,
• নারী-পুরুষ নির্বিশেষে জীবনের প্রতিটি ক্ষেত্রে
সম্পদ, সুযোগ ও সুরক্ষা লাভ করা এবং
অর্থনৈতিক কর্মকান্ডে সমভাবে অংশগ্রহণ করা
ও সিদ্ধান্ত গ্রহণ করার অধিকারবোধ সম্পর্কে
সম্যক ধারণা প্রদান করা……
এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে।


এই সভায় রুরাল ডেভেলপমেন্ট ফোরামের পক্ষে স্বাগত ভাষণ দেন শ্রীরঞ্জন দত্ত এবং প্রধান অতিথি হিসাবে ড. রাজু বসাক, ও ড. দেবব্রত রায় সম্মানীয় অতিথি হিসাবে এবং সাথির পক্ষে ডাক্তার কুণাল কান্তি মজুমদার, ড. কবিতা মাইতি ও শ্রী সুবীর রায় এবং মাধুসূদনচক সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে শ্রী শিবশঙ্কর সাঁতরা ও শান্তনু দাস ,নন্দকুমারপুর গ্রাম পঞ্চয়েতের প্রধান শেখ মুজিবর রহমান খান,উপপ্রধান,শ্রী কানাই গিরি সহ পঞ্চায়েত সদস্য অরুনাভ গায়েন ও প্রিয়াঙ্কা মাইতি।



