তৈরি হচ্ছে নিন্মচাপ, কালীপুজোয় বাজি ফাটানোর আনন্দ মাটি করতে আসছে বৃষ্টি।

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক :
জয় গুহ :
দুর্গাপুজোর পর কালীপুজোতেও বৃষ্টির ভ্রকুটি। শেষে কি দীপাবলীর আনন্দও মাটি হবে ? হাওয়া অফিসের বক্তব্য, কালীপুজোতে রীতিমতো ভারী বৃষ্টি হতে পারে।বঙ্গোপসাগরে সৃষ্টি একটি নিম্নচাপের জেরেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালীপুজোর সময়। উৎসবে বর্ষার ফলে মাটি হতে পারে বাজি ফাটানোর আনন্দ।
জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় যা নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল ধরে ভূভাগে প্রবেশ করতে পারে।এরপর এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে কালীপুজোর সময়ই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া বিজ্ঞানীরা। যার জেরে কালীপুজোর সময় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, নিম্নচাপের জেরে দুর্গাপুজোর সময় বৃষ্টি হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। ছাতা মাথায় দিয়ে ঠাকুর দেখতে বেরতে দেখা যায় মানুষজনকে। একই পরিস্থিতি হতে চলেছে কালীপুজোতেও।