-Advertisement-

জমজমাট বেনাচিতি বাজারে বাঘ এসেছে, আতঙ্ক দুর্গাপুর জুড়ে ( সংবাদ ভাস্কর )

বর্ধমান

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:বেনাচিতি বাজারে বাঘ এসেছে, আতঙ্কের সাথে সাথে সরগরম সমগ্র দুর্গাপুর । এমনই এক খবর ছড়িয়ে পড়েছে দুর্গাপুরের অধিকাংশ লোকের মুখে মুখে।বুধবার সকাল থেকেই বাঘ দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায় বেনাচিতির প্রান্তিকাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সেন্ট্রাল স্টোরের সামনের জঙ্গলের নিকট।

-Advertisement-

দুর্গাপুর ইস্পাত কারখানার বিভিন্ন সামগ্রী থাকে।আর এখানে নিরাপত্তার দায়ীত্বে থাকে সিআইএসএফ।গত মঙ্গলবার গভীর রাতে এই সেন্ট্রাল স্টোরে সিআইএসএফ জওয়ানরা বাঘের মত দুটি প্রাণী দেখতে পান বলে সূত্র মারফত জানা গেছে।আর পর দিন অর্থাৎ বুধবার সূর্যের আলো ফুটতে না ফুটতেই দুর্গাপুর সহর জুড়ে গুজবের ঘনঘটা যেনো কাশর – ঘন্টার মতন বাজতে শুরু করে দিয়েছে।আশেপাশের এলাকা থেকে শয়ে শয়ে মানুষ এসে ভিড় করেন সেন্ট্রাল স্টোরের সামনে। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ, সিআইএসএফ-এর উচ্চপদস্থ আধিকারিক সহ বনবিভাগের কর্মীরা। যত বেলা বেড়েছে সঙ্গে সঙ্গে বাঘ দেখার জন্য উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে বেনাচিতির ওই এলাকায় । এই সেন্ট্রাল স্টোরের ভিতরে ঘন জঙ্গল রয়েছে, আর সেই খানেই নাকি পাহারারত জওয়ানেরা বাঘের মতন কিছু একটা প্রাণীকে দেখেছেন ।সকাল থেকেই শুরু হয় বাঘের খোঁজ। অবশ্য ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি।আর মেলেনি বাঘের দেখাও ।কিছু পায়ের ছাপ মিললেও সেগুলি বাঘের নয় বলেই জানান বনকর্মীরা। প্রাণী দুটি বন বিড়াল হতে পারে বলেই মনে করছেন বনকর্মীরা।তবে এই ঘটনায় স্বভাবতই শিল্প শহর জুড়ে একটা আতঙ্কের পরিবেশ একপ্রকার দানা বেঁধেছে।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-