সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
করোনা ভাইরাস মোকাবিলায় প্রশাসন কতটা তৎপর তা পরীক্ষা করতে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বাজার ও এলাকা পরিদর্শন করেন। এলাকার মানুষদের সাথে করোনা সচেতনতা নিয়ে কথা বলেন ও সামাজিক দূরত্ব সম্মন্ধে সম্যক ধারনা দেন।
প্রথমে পোস্তা বাজার থেকে শুরু করে জানবাজার, গড়িয়াহাট বাজার হয়ে লেক মার্কেটে যান মমতা। বাজার করতে আসা মানুষদের মুখ ঢেকে রাখার ও একে অপরের থেকে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন। এর পাশাপাশি শাক-সব্জি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ ঠিকমতো হচ্ছে কিনা তা নিয়ে ক্রেতা ও বিক্রেতা দুজনের মতই শোনেন। কর্তৃপক্ষকে নির্দেশ দেন কড়া নজরদারির ও নিয়মিত মালপত্র সরবরাহ হচ্ছে কিনা তার খেয়াল রাখতে।
এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি নতুন নির্দেশিকা জারি করেছেন মুখ্যসচিব রাজীব সিনহা। তাতে উল্লেখ আছে অত্যাবশ্যকীয় পণ্য বা পরিষেবার সঙ্গে নিযুক্ত ব্যক্তিরা পাস নিয়ে নিশ্চিন্তে যাতায়াত করতে পারে, খাবার, ওষুধ কিনতে ও ডাক্তার দেখাতে যারা বেরোবেন তাদের যাতে কোন অসুবিধায় না পড়তে হয় তারও উল্লেখ আছে এই নির্দেশিকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছে যে সংবাদপত্র কোনভাবেই বিপজ্জনক না, তাই এর সাথে যুক্ত হকাররাও নির্বিঘ্নে তা বিলি করতে পারে।
করোনা রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি যে পন্যের যোগান স্বাভাবিক রাখাও প্রয়োজন তার উদ্যোগ নেওয়ায় মুখ্যমন্ত্রীর পদক্ষেপ প্রশংসার দাবী রাখে।