
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
করোনার প্রভাবে সারা দেশের সংকটময় মুহূর্তে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার একটি বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। এই অনুদানের নজরে রয়েছে মধ্যবিত্ত ও দরিদ্রশ্রেনীর মানুষরা।
এক নজরে দেখে নেওয়া যাক এই প্যাকেজের অনুদানগুলিঃ
- করোনা আক্রান্তদের পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক-নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বিশেষ বিমা প্রকল্প যার আয়ত্তে থাকবে কেন্দ্র ও রাজ্যের সব হাসপাতাল।
- দৈনিক শ্রমিকদের মজুরী ১৮২ টাকা থেকে ২০২ টাকা করা হল যার জন্য উপকৃত হবে ৫ কোটি পরিবার।
- মহিলা অ্যকাউন্টহোল্ডারদের জনধন যোজনায় প্রতি মাসে ৫০০ করে মোট ৩ মাসের জন্য অর্থ সাহায্য আসবে। উপকৃত হবেন প্রায় ২০.৪৫ কোটি মহিলা।
- প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যোজনায় প্রত্যেক কৃষককে এপ্রিলের প্রথম সপ্তাহেই ওই পর্বের কিস্তির ২০০০ টাকা ব্যাঙ্ক অ্যকাউন্টে পাঠানো হবে এবং এর সুফল পাবে প্রায় ৮.৭ কোটি কৃষক।
- ১০০ জন বা তার কম কর্মীসংখ্যাযুক্ত শিল্প সংস্থায় যাদের বেতন ১৫০০০ টাকার কম সেই সমস্ত কর্মীদের ইপিএফের অনুদান (বেতনের ১২%) ও মালিকের অনুদান (কর্মীর বেতনের ১২%) দুইই আগামী তিনমাস বহন করবে কেন্দ্র সরকার।
- দেশের প্রায় ৮০ কোটি রেশনপ্রাপ্ত মানুষদের আগামী তিনমাস মাথাপিছু বরাদ্দের অতিরিক্ত ৫ কেজি চাল/গম ও পরিবারপিছু ১ কেজি ডাল দেওয়া হবে বিনামুল্যে।
- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নথিভুক্ত পরিবারদের আগামী তিনমাস নিখরচায় রান্নার গ্যাস সিলিন্ডার দেবে কেন্দ্র, ৮ কোটি মানুষ এর সুবিধা পাবেন।
- দরিদ্র বিধবা, দরিদ্র পেনশনার এবং দরিদ্র প্রতিবন্ধীদের আগের ভাতার অতিরিক্ত ১০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যকাউন্টে পাঠানো হবে।
করোনা নিয়ন্ত্রনে কেন্দ্রীয় সরকারের ভুমিকাকে কমবেশি সব রাজনৈতিক দলই ভূয়সী প্রশংসা করেছে। রাহুল গান্ধী টুইটে বলেন,’কেন্দ্রের এই পদক্ষেপ সময়োপযোগী ও সদর্থক। কারন লকডাউন পরিস্থিতিতে সবচেয়ে সমস্যায় রয়েছে কৃষক, দিনমজুর, মহিলা এবং বয়স্করা। এদের কথা আগে ভাবা জরুরী।