সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
প্রায় প্রতিটি দেশ করোনাভাইরাসের আঁতুড়ঘর হিসেবে চীনকে দুষলেও চীনের দাবি তারা কোনভাবেই এই ভাইরাসের উৎপত্তির সাথে জড়িত না। তাই এই ভাইরাসকে ‘চীনা’ বা ‘উহান’ ভাইরাস বলায় তারা তীব্র আপত্তি জানিয়েছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অভিযোগে অনড় আছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,’ এই মারাত্মক ভাইরাস যেহেতু চীন থেকে ছড়িয়েছে তাই এই সংকটময় পর্ব কেটে গেলে চীনকে কাঠগড়ায় তোলা হোক।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ অবশ্য সংক্রমণ রুখতে চীনের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে এবং ভাইরাস ছড়ানোর অভিযোগে বিভিন্ন দেশে চীনাদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হচ্ছে সেই ঘটনার নিন্দাও করে। এ প্রসঙ্গেও ট্রাম্প বলেন ‘হু’ অতিরিক্ত পক্ষপাতিত্ব দেখাচ্ছে চীনের প্রতি যা একেবারেই কাম্য নয়। ভারতের চীনা দুতাবাসের মুখপাত্র জি রং বলেন,’ চীনের দিকে আঙ্গুল না তুলে সব দেশের শেখা উচিত তারা কি প্রয়াস নিচ্ছে এই মারনরোগ মোকাবিলায় তার ওপর।’ তিনি আরও বলেন ভারতে ইতিমধ্যেই অনুদান পাঠিয়েছে চীন এবং আগামী দিনে পারস্পরিক সহযোগিতায় এই দুই দেশ লড়াই চালিয়ে যাবে কঠিন সময়ে।