সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
নিম্মি ওরফে নাওয়াব বানু – জন্ম ১৯৩৩ সাল, মৃত্যু ২৫ শে মার্চ, ২০২০। আগ্রার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহন করা মেয়েটি যে পরবর্তীকালে হিন্দি ছবির জগতের একটি স্মরণীয় ব্যাক্তিত্ত্ব হয়ে থাকবে তা হয়ত কেউই ভাবেনি।
১৯৪৯ সালে রাজকাপুরের ‘বরসাত’ ছবিতে প্রথম আত্মপ্রকাশ ঘটে নিম্মির এবং কিছুদিনের মধ্যেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ‘আন’, ‘সাজা’, ‘বড়ি বহু’, ‘আন্ধিয়া’, ‘পহলি রাত’ আরও অনেক ছবিতে দাপিয়ে অভিনয় করে গেছেন তিনি। ‘ভাই ভাই’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি সমালোচকদের তরফে।
খুব তাড়াতাড়ি এই রুপোলী জগত থেকে বিদায় নেন নিম্মি। তবু দর্শক তাঁর অকৃত্রিম সৌন্দর্য ও চোখ দিয়ে অভিনয় করার দক্ষতার জন্য মনে রেখেছে তাঁকে। এই লকডাউনের ঘেরাটোপে তাঁর শেষকৃত্য সম্পন্ন করতে যথেষ্ট বেগ পেতে হয় তাঁর আত্মীয়দের।