
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
মানুষের এত সঙ্কটের মুহূর্তেও লকডাউনের কিছু সুফলও মিলছে তার মধ্যে। এরই মধ্যে একটি হল ওড়িশার উপকূলে অলিভ রিডলি প্রজাতির কচ্ছপদের গন-বাসা বাঁধা। দূষণের মাত্রা এই কদিনে মারাত্মকরকম হ্রাস পাওয়ায় প্রাকৃতিক জীবন পুনরুদ্ধার খুব দ্রুতহারে বৃদ্ধি পেয়েছে।
ওড়িশার গঞ্জাম জেলার ছয় কিলোমিটার বিস্তীর্ণ সমুদ্রতীরে গত পাঁচদিনে কোন মানুষের উপস্থিতি প্রায় শূন্য এবং তার ফলে দলে দলে কচ্ছপরা বাসা বেঁধে থাকছে। এইভাবে গোটা ওড়িশা জেলার মানুষ স্বাগত জানিয়েছে প্রায় ৪ লক্ষ কচ্ছপকে। ২২ শে মার্চ সন্ধ্যে বেলায় প্রথম আসতে শুরু করে প্রায় ২০০০ মেয়ে কচ্ছপ। তারপর থেকেই গনহারে শুরু হয় আসা, জানিয়েছেন বেরহামপুর বিভাগীয় বন-কর্তা।
অতীতে মানুষের প্রবেশ এবং সমুদ্রতীরে অতিরিক্ত বর্জ্যের স্তুপ বারবার এই কচ্ছপদের বাসা বাঁধায় বাধার সৃষ্টি করেছে। বন দফতরের মতে ২,৭৮,৫০২ টি কচ্ছপ প্রথমে সারাদিন ধরে বাসা বাঁধার কাজটি সম্পন্ন করে। পরে গত মঙ্গলবার সকাল থেকে আরও ৭২,১৪২ টি অলিভ রিডল এসে বাসা বাঁধতে এবং ডিম পাড়তে সাহায্য করে এদের।