-Advertisement-

ভুয়ো খবরে ক্ষুব্ধ মমতা, দিলেন তদন্তের নির্দেশ

পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

কোভিড-১৯ এর বিরুদ্ধে অক্লান্ত পরিশ্রম করা চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী গত শুক্রবার বলেন কোন সোশ্যাল মিডিয়ায় এদের নিয়ে ভুয়ো খবর বের হলে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন। ডাক্তারদের উপহাস করে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ কিছু ভিডিও ও ফটো পোস্ট করেন যা মুখ্যমন্ত্রীকে যথেষ্ট ক্ষুব্ধ করে।

স্বাস্থ্য সচিব বিবেক কুমার কর্তব্যরত একজন ডাক্তারের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার একটি ভুয়ো খবর নিয়ে মুখ্যমন্ত্রীকে জানান এবং তিনি এই অপরাধ ‘ক্ষমার অযোগ্য’ বলে তদন্তের নির্দেশ দেন। মমতা আরও বলেন,”যে ডাক্তারবাবুরা এই মহামারীর বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করছেন, তাদের নিয়েই এই ধরনের ন্যক্কারজনক খবর পরিবেশিত হচ্ছে, এর চেয়ে লজ্জার কিছুই নেই।”

-Advertisement-

কোলকাতা পুলিশ সুত্রে জানা গেছে গত শুক্রবার রাতে চন্দ্রিমা ভৌমিক (২৯) নামে এক মহিলাকে এই অভিযোগে সাইবার ক্রাইম ধারায় গ্রেপ্তার করা হয়। ক্ষুব্ধ মমতা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,”এই যে আপনারা দিনরাত পরিশ্রম করে খবর সংগ্রহ করছেন, আগামীকাল আপনাদের সাথেও যে এরম ঘটবে না তার কি গ্যারান্টি। কোলকাতা পুলিশ কমিশনার (অনুজ শর্মা) কি জানেন তার সাথে এরম ঘটবে না? ডাক্তারদের এর মধ্যেও চিকিৎসা চালিয়ে যেতে হবে আতঙ্ক ও ভয় ছাড়াই। মনে রাখবেন ভুয়ো খবর মহামারীর থেকেও দ্রুত ছড়ায়। এখন একে অপরকে সাহায্য করার সময়, আতঙ্ক ছড়াবার না, তাই আমি একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছি যারা এই ধরনের খবর দেখলেই কড়া পদক্ষেপ নেবে। আগুন নিয়ে খেলা বন্ধ করুন।”

-Advertisement-

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-