
সংবাদ ভাস্কর নিউ ডেস্ক :করোনা মহামারী কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে গত দুই সপ্তাহ অস্ত্র বিক্রি প্রতিদিন বেড়েই চলেছে । পরিস্থিতি অবনতি হওয়ায় ওইখানকার মানুষ নিজেকে বাঁচাতে অস্ত্র কেনার হিড়িক পড়ে গেছে ।মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের কারণে যদি লুট হয়, তার ভয় ওখানকার নাগরিকরা নিজেদের সম্পত্তি বাঁচাতে অস্ত্র কিনতে ব্যস্ত হয়ে পড়েছে | যুক্তরাষ্ট্রের ওকলাহোমর দ্গস গান্স এবং তুশার অ্যমোর মালিকরা জানান,অস্ত্র বিক্রি আগের তুলনায় ৮০% বেড়ে গেছে |রি লোডিংএর মালিক ডেবিট স্টোন জানান পরিস্থিতি খুব খারাপ এর দিকে এগোচ্ছে |