সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক – বজবজে পুরসভার সূত্রের খবর :
-Advertisement-
13 নম্বর ওয়ার্ডের পৌর পিতা দীপক ঘোষ আমাদের প্রতিনিধিকে জানান ওই ছাত্রী মুম্বাইয়ের পড়াশোনা করেন সেখান থেকে ফিরে হোমে কোয়ানটাইনে ছিলেন|আগেরদিন রাতে তার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় | সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে থেকে এম আর বাঙুরে ভর্তি করা হয় |এই ঘটনা স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে|
