
সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক: হুগলি জেলার সূত্রের খবর করোনাভাইরাস লক ডাউনের কারণে প্রতিদিন সকালে এই দুধের ব্যবসায়ীরা বৈদ্যবাটি থেকে চন্দননগর, ভদ্রেশ্বর ,শ্রীরামপুর, কলকাতার ট্রেনে করে বিভিন্ন জায়গায় মিষ্টির দোকানের উৎসর্গ করে থাকেন কিন্তু করোনাভাইরাসের লক ডাউনের কারণে ট্রেন এবং মিষ্টির দোকান বন্ধ থাকার দরুন |তাই তাদের দুধ চাহিদার অভাব দেখা দিয়েছে এই কারণেই বৈদ্যবাটি এলাকার ব্যবসায়ীরা প্রতিদিন হাজার লিটার দুধ একটি পুকুরে ফেলে দিচ্ছেন | ঐ বিষয়ে বেসরকারি দুধ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ,ওই দুধ ব্যবসায়ীরা বলেন তারা কিছুই জানেন না |দুধ পুকুরে ফেলে দেওয়ার আগে ওইসব ব্যবসায়ীরা যদি তাদের সঙ্গে যোগাযোগ করতেন তাহলে পুকুরে ফেলতে হতো না | আমরা ঐ বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতাম ।