সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, করোনা ভাইরাস নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চলছে নানান গবেষণা। কিছু গবেষক জানাচ্ছেন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় ধূমপান করা একেবারেই উচিত না কারন ধূমপানের সময় ধূমপায়ীর আঙ্গুল তার ঠোঁটের কাছে থাকায় সংক্রমণের সম্ভাবনা অনেক বাড়িয়ে তোলে। তাই বিশেষজ্ঞরা বলেন অন্যান্যদের তুলনায় ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার প্রবনতা বেশী।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের এক সহযোগী অধ্যাপক অবশ্য ধূমপানের সঙ্গে এই মারণ রোগের সরাসরি যোগসূত্র এখনও অব্দি খুঁজে পান নি তবে উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও হৃদযন্ত্রের সমস্যা এই রোগকে তরান্বিত করতে পারে বলে ধারনা করা হচ্ছে।