সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
করোনা আতঙ্কে গোটা পৃথিবী এখন দিশেহারা। শুধুমাত্র সন্দেহের জেরে সন্ত্রস্ত মানুষ কিছু কিছু ক্ষেত্রে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে ফেলছে যার এক জ্বলন্ত উদাহরণ ঘটল পেন্সিল্ভ্যানিয়ার হ্যানোভা সুপারমার্কেটের একটি দোকানে।
প্রয়োজনীয় সাজ সরঞ্জাম কিনতে সেখানে গিয়েছিলেন এক মহিলা। আচমকাই তার কাশির উদ্রেক হয়। আশেপাশের লোকেদের নজরে পড়তেই তারা আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করে দেয়। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশে খবর দেয় কর্তৃপক্ষ। এরপরই সংক্রমণ ছড়ানোর ভয়ে ফেলে দেওয়া হয় গোটা দোকানের খাবার এবং সবজি, যার মুল্য ৩৫ হাজার মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রার প্রায় ২৬ লক্ষ টাকা।
প্রশাসন নজর রাখছে মহিলার ওপর তিনি করোনা আক্রান্ত কিনা। সারা বিশ্ব এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সবার উচিত এই সময় মানসিক স্থিতিশিলতা বজায় রেখে পরিস্থিতির মোকাবিলা করা।