
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
বলিউডি জগতে ঋষি কাপুর তাঁর অ্যালকোহলপ্রিয়তার জন্য বেশ প্রসিদ্ধ। সম্প্রতি একটি টুইটে তিনি এই বিষয়ে মহারাষ্ট্র সরকারের কাছে একটি বার্তা দিয়েছেন। তিনি আর্জি জানিয়েছেন এই লকডাউনের মধ্যে মদের দোকান বন্ধ না রাখতে।
এই বর্ষীয়ান অভিনেতা বলেন,” সরকারের উচিত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানগুলো সন্ধ্যেবেলা খুলে দেওয়া। মানুষ কি নিয়ে ঘরে থাকবে? চারদিকে ডাক্তার, পুলিশ, নাগরিকদের মধ্যে মানসিক চাপ, উব্দেগ কাজ করছে। এই সময় একটু মুক্তি দিতে পারে একমাত্র অ্যালকোহল। আর বাইরে ব্ল্যাকে যখন এমনিতেই পাওয়া যাচ্ছে তখন সরকার তো একটু নমনীয়তা দেখাতেই পারে।”
কিছু লোকের সমর্থন পেলেও অধিকাংশ মানুষই তাঁর এই মন্তব্য মেনে নিতে পারেনি। তাদের মতে এই অশান্ত সময়ে এরকম আর্জি চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।