সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
সম্প্রতি বিশ্বে ছড়িয়ে পড়া মহামারীর উৎস খুঁজতে মরিয়া গবেষকরা। গত ডিসেম্বর চীনের উহান শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে এর উৎস খুঁজতে অনুসন্ধানে নামেন গবেষকরা।
চীনের হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্যাঙ্গলিন নামের একটি প্রাণীর শরীরে কোভিড-১৯ এর সঙ্গে ‘ঘনিষ্টভাবে সম্পর্কিত’ একটি ভাইরাস পেয়েছে। এটি স্তন্যপায়ী প্রাণী। চীনের লোকেরা এটিকে খাদ্য হিসেবে ব্যবহার করে। প্যাঙ্গলিনই হতে পারে করোনার উৎস। প্রকৃতি সম্পর্কে প্রকাশিত একটি গবেষণাপত্রে বিজ্ঞানীরা বলেছেন, এই সব প্রাণী নিয়ে নাড়াচাড়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার প্রয়োজন। বাদুড় এবং পাঙ্গোলিন উভয়েরই নতুন করোনভাইরাসটির মতো ভাইরাস রয়েছে। একরকমভাবে তারা যদি নতুন ভাইরাসের কাঁচামাল গঠন করে তবে ঠিক কীভাবে সেই কাঁচামালটি রূপান্তরিত হয়েছিল – কোন প্রাণীতে বা মানুষের মধ্যে – অজানা থেকে যায়।