সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
প্রথমবার আক্রান্ত হলেন কোলকাতায় কর্মরত এক সামরিক চিকিৎসক।
কলকাতায় প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র উইং কমান্ডার মনদীপ সিংহ হুডা জানান, তিনি একজন কর্নেল পদমর্যাদার অফিসার। বছর পঞ্চান্নর আর্মি মেডিক্যাল কোরের ওই অফিসার সামরিক হাসপাতালে অ্যানাস্থেতিস্ট হিসেবে কাজ করেন। প্রসঙ্গত,কলকাতায় এই প্রথম কোনও চিকিৎসক করোনা পজিটিভ হলেন।
সেনার তরফে জানানো হয়েছে, গত ১৭ তারিখ ওই চিকিৎসক নয়াদিল্লি থেকে ফেরেন। গত ২৪ তারিখ তাঁর জ্বর হয়। এরপর ২৮ তারিখ তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরে, পরীক্ষা করালে, তাঁর নমুনা পজি়টিভ আসে। বর্তমানে ওই অফিসারকে কোয়ারান্টিনে রেখে তাঁর সহকর্মীদের ওপর পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
এই নিয়ে গত রবিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আরও ৩ বাড়ল। বাকিরা হলেন বরানগরের বাসিন্দা ৬৬ বছরের এক প্রবীণ এবং শেওরাফুলির বাসিন্দা ৫৯ বছরের এক ব্যাক্তি। এর মধ্যেও স্বস্তির খবর হল বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন আক্রান্ত।