-Advertisement-

গরম কি কমাবে করোনার প্রকোপ?

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

এই লাখ টাকার প্রশ্নের উত্তর এখনও অব্দি স্পষ্ট নয়। আপাতত বসন্তের মনোরম আবহাওয়া কাটিয়ে দেশ গ্রীষ্মের দিকে ধাবিত। মানুষের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে করোনা কি কমবে গরমে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য এখনও জানাচ্ছে ঠাণ্ডা বা গরম দু’রকম আবহাওয়াতেই সংক্রমন ছড়াতে পারে। আবার ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা এক গবেষণায় দাবী করেছেন, উষ্ণ ও আদ্র আবহাওয়ায় সংক্রমনের গতি ধীর হয়ে যায়। আগামী দু-তিন সপ্তাহে দেশের বেশীর ভাগ অংশেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। কোলকাতাতেও একই প্রবনতা থাকবে। তাই এবারের গরমে কষ্ট না পেয়ে আমজনতা অপেক্ষা করবে ভাইরাসের প্রকোপ কমার।

-Advertisement-

যেহেতু মারণ ভাইরাস সার্সের সময় গরমে সংক্রমন কমে গেছিল তাই কিছু বিজ্ঞানীদের মতে করোনার সাথে সার্সের অনেক মিল থাকায় এটিও কমার আশার আলো দেখছেন তাঁরা।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-