সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
করোনাভাইরাসের গ্রাসে প্রান গেল এই প্রথম একজন রাজপরিবারের সদস্যের। ৮৬ বছরের রাজকুমারী মারিয়া তেরেসা গত ২৬ শে মার্চ বিকেলে প্রান হারান, তাঁর ভাই ডিউক অফ আরানহুয়েজ একটি ফেসবুক পোস্টে এই খবর জানান।
পিপলস ম্যাগাজিন অনুসারে, ১৯৩৩ সালের ২৮ শে জুলাই জন্মগ্রহণ করা, প্রিন্সেস মারিয়া তেরেসা ফ্রান্সে পড়াশোনা করেন এবং প্যারিসের সোরবনে অধ্যাপক এবং একইসঙ্গে মাদ্রিদের কমপ্লেটিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক হন। তিনি তাঁর স্বতঃস্ফূর্ত দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন সমাজকল্যানমুলক কাজের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন, যার ফলে তাঁর ডাকনাম “রেড প্রিন্সেস” হয়েছিল। বোনের মৃত্যুতে শোকার্ত যুবরাজ এনরিকে। গত চব্বিশ ঘণ্টায় স্পেনে নতুন করে ৮৩৮ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে স্পেনে মৃতের সংখ্যা ৬,৫২৮। রবিবার সংক্রমণ প্রায় ৮০ হাজারের কাছাকাছি চলে যায়।
আগামী শুক্রবার মাদ্রিদে রাজকন্যার শেষকৃত্য সম্পন্ন হবে।