সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দুর্গাপুরের এক বেসরকারি কারখানার উচ্চ পদে ছিলেন শেওড়াফুলির করোনা আক্রান্ত ব্যক্তিটি | তিনি যে বেসরকারী সংস্থায় উচ্চ পদে কর্মরত ছিলেন , সে বেসরকারি সংস্থা সূত্রে জানা গিয়েছে গত ১৩ মার্চ একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি দুর্গাপুরে আসেন। সেখান থেকে বাঁকুড়ার বড়জোড়ায় এই সংস্থার ইউনিটে সেফটি বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাতে ফিরে আসেন | একইসাথে বাঁকুড়ার বড়জোড়ায় এই সংস্থার ইউনিটে সেফটি বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাতে ফিরে আসেন দুর্গাপুরে | ঐদিন ওই ব্যাক্তি দুর্গাপুরের একটি হোটেলে রাত্রি কাটিয়ে পরের দিন শেওড়াফুলি তার বাড়ি ফিরে যান | দুর্গাপুর থেকে ফেরার প্রায় দিন দশেক পরে জ্বর হয় , এর ফলে তাকেভরতি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সোয়াব পরীক্ষায় ধরা পড়ে তিনি করোনা পজিটিভ। সংবাদ মাধ্যমে এই খবর রবিবার রাতে প্রকাশ হওয়ার পরই সমগ্র দুর্গাপুর বাসীর মধ্যে যেন ‘ করোনা’ আতঙ্ক তরী ঘড়ি একপ্রকার ভয়ের ত্রাস সৃস্টি করেছে | স্বভাবতই পরে দিন সকাল থেকে দুর্গাপুরের রাস্তাঘাট সুনসান তো ছিলই , তা যেন আরও ফাঁকা হয়ে পড়েছে | এমনকি দুর্গাপুরের মহকুমা হাসপাতাল টিকে সম্পূর্ণ ভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করাও হয়েছে |
শেওড়াফুলির করোনা রোগ গ্রস্থ প্রৌড়ের অবাধে যাতায়াত দুর্গাপুরে , চিন্তিত দুর্গাপুর বাসী
-Advertisement-