সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
-Advertisement-
মিষ্টিপ্রিয় বাঙালি করোনার জেরে একেই জেরবার, তার ওপর সাধের মিষ্টির দোকান বন্ধ ছিল লকডাউনের ঠ্যালায়। রাজ্যবাসীর এই কষ্টের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এবার খুলে দিলেন মিষ্টির দোকানগুলি। তবে সময় বেঁধে দিলেন দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত।
দুধের যোগান আবার আগের মত হওয়ায় এখন মিষ্টি তৈরিতেও কোন বাধা নেই। তাই রাতের খাবার পর শেষপাতে মিষ্টি পেয়ে এই সঙ্কটের মধ্যেও একটু খুশিতে আপামর বাঙালি। সামনে নববর্ষ তাই আত্মীয়-বন্ধুর বাড়িতে না যেতে পারলেও পরিবারের সকলের সঙ্গে মিষ্টিমুখ হয়েই যেতে পারে।
-Advertisement-