সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
কঠোর লকডাউন কি কিছু মাত্রায় কোভিড-১৯ এর সংক্রমন কমাতে পারলো? সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক প্রথম প্রকাশিত সরকারি তথ্যে জানায়, ভারত ১২ দিনে ১০০ টি থেকে ১০০০ টি আক্রান্ত তে পৌঁছেছে। যেখানে অন্যান্য উন্নত দেশগুলিতে একই সময় বৃদ্ধি হয়েছে ৩,৫০০ থেকে ৮,০০০।
যুগ্ম সচিব (স্বাস্থ্য) লভ আগরওয়াল বলেছেন,”এই সমস্ত উন্নত দেশগুলির জনসংখ্যা ভারতের চেয়ে কম। আমাদের সামাজিক দূরত্বের নিয়মাবলী জনগণ পালন করছে এবং সেই কারনে আমরা আক্রান্তের সংখ্যা সীমাবদ্ধ রাখতে পেরেছি। তবুও আমি জনগণকে বলবো আত্মতুষ্ট হয়ে সতর্কতা কম করবেন না।” মন্ত্রকের মতে, গত ২৪ ঘন্টার মধ্যে ৯২ টি নতুন আক্রান্ত এবং চারটি মৃত্যুর খবর পাওয়া গেছে।
এখনও পর্যন্ত সারা দেশে ৩৩৪,০০০ টি সুরক্ষা সামগ্রী মজুত আছে। ভারত সরকার আরও ৬০,০০০ টেস্ট কিটের বন্দোবস্ত ও সরবরাহ করেছে। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি চীন থেকে ১০,০০০ সুরক্ষা সামগ্রী পেয়েছে ও বিতরন করেছে। ৪ ঠা এপ্রিলের মধ্যে আরও ১০০,০০০ কিট আসবে বলে জানা গেছে।