-Advertisement-

২০ জন উপপত্নী নিয়ে ‘আইসোলেশনে’ থাইল্যান্ডের রাজা!

আন্তর্জাতিক খবর
ফাইল চিত্রঃ এই হোটেলে থাকছেন রাজা

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

মারণ ভাইরাসের আক্রমণও কেড়ে নিতে পারেনি রাজার অভ্যাস। থাইল্যান্ডে প্রায় দেড় হাজারের ওপর মানুষ নভেলকরোনায় আক্রান্ত, তা সত্ত্বেও ২০ জন উপপত্নীকে নিয়ে ‘সেলফ আইসোলেশনে’ গেলেন কিং রামা এক্স নামে পরিচিত থাইল্যান্ডের রাজা। সুত্রের খবর তিনি জার্মানির পাঁচতারা স্পা হোটেল পুরোটাই বুক করে নিয়েছেন এই কদিন কাটাবার জন্য।

রাজা ইতিমধ্যেই তার বিলাসবহুল জীবন ও স্বেচ্ছাচারিতার জন্য কুখ্যাত। রাজতন্ত্রের নিন্দা করলে ১৫ বছরের জেল হতে পারে তা জেনেও সেই নিয়মের ধার ধারছে না কেউ। কারন ইতিমধ্যেই তাঁর হারেমে সংক্রমিত হয়েছে ১১৯ জন। তাঁর ওপর তিনি আরও অনেককে এই রোগ ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছেন। তাই তাঁর সমালোচনায় মুখর গোটা বিশ্ব।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-