সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
আমেরিকায় করোনা হামলা শুরু হয় ২৮ শে জানুয়ারি এবং বর্তমানে আক্রান্ত ১.৪৩ লক্ষ। দু মাসের মধ্যে ভারতকে টপকে অনেক দূর চলে গেছে এই প্রথম সারির উন্নত দেশটি। জনসংখ্যার নিরিখে অনেক এগিয়ে এবং পরিকাঠামোর দিক থেকে অনেক পিছিয়ে থাকা ভারতবর্ষের বুকে করোনার আঁচড় সেভাবে না পড়ার কারন হিসেবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন বিসিজির মত পুরনো টিকার অবদান।
তাদের মতে ক্লোরোকুইন বা হাইড্রক্সি-ক্লোরোকুইনের মত বহুল প্রচলিত ম্যালেরিয়া নিরোধক ওষুধ আমাদের দেশের মানুষদের মধ্যে এই মারণ রোগের অস্ত্র হিসাবে এখন কাজে লাগছে। নাইসেডের জনস্বাস্থ্য-বিশারদ প্রধান দীপিকা শূর বলেন,” শ্বাসনালীর সংক্রমনে বিসিজি প্রতিষেধক একটি কঠোর ও স্থায়ী প্রতিরোধ গড়ে তোলে, সেটাই হয়তো কাজে লাগছে এখন। কিন্তু আমদের এই নিয়ে আরও গবেষণার প্রয়োজন।” ইতালি, স্পেন, আমেরিকা বা ইরানের মত দেশগুলিতে বিসিজির প্রয়োগ নেই। এটাই হতে পারে কারন এত বিধ্বংসী মৃত্যুর।
বিজ্ঞানীরা এও জানাচ্ছেন টিকা নেওয়া আছে বলেই ভারতীয়রা যেন সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিতে না ভোলেন, তাহলে বিপদ অনিবার্য।