সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সম্প্রতি সূত্রের খবর বেলজিয়ামের ভাইরাস বিশেষজ্ঞ স্টিভেন ভ্যান গুচট বলেছেন | ভেটেরিনারি মেডিসিন অনুষদ থেকে একটি বিড়ালের করোনা সংক্রমনের ঘটনা সম্পর্কে জানানো হয়েছে |স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন ,দেশটিতে করো না আক্রান্ত এক ব্যক্তির কাছ থেকে তার পোষা বিড়ালের শরীরে এই ভাইরাস সংক্রমিত হয়েছে বলে জানা যায় ।সূত্রের খবর আরো জানতে পারি বিড়ালটির মালিকের এক সপ্তাহের আগে করোনা ভাইরাস আক্রমণের উপসর্গ দেখা দেয় তার পরই বিড়ালটি আক্রান্ত হয় |তবে মানুষের শরীর থেকে পোষা প্রাণীতে ওই ধরনের ঘটনা বিরল |
সূত্র B.B.C