-Advertisement-

বাজার থেকে কেনা খাবার কতটা নিরাপদ ?

আন্তর্জাতিক খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সূত্রের খবর বেশ কিছুদিন ধরে আগে বাজার নিয়ে মানুষের মাথা ব্যাথা ছিল না |করোনাভাইরাস আশায় মানুষের মনে নতুন নতুন প্রশ্ন উঁকিঝুঁকি মারছে | ভাবতে হত না বাজার থেকে কিনে আনা জিনিসের মাধ্যমে কোন ভাইরাসে সংক্রমিত হবে না তো ? করোনাভাইরাস covid19 না না দেশে ছড়িয়ে পড়ার পর অনেক দেশে মানুষের জীবনধারা এখন অনেক বদলে গেছে। সংক্রমনের ভয়ে অনেক মানুষ অনেক বেশি নিজেদের ঘরের ভেতরে রাখছেন । মানুষই উদ্বিগ্ন, যে বাজার থেকে ঘরে আনা জিনিসগুলো কি জীবাণুমুক্ত ? সেগুলোতে অদৃশ্য জীবাণু লেগে নেই তো ? থাকলে কি করা উচিত? লন্ডন স্কুল ফর হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক স্যালি ব্লুমফিল্ড বলেছেন ভাইরাস ছড়ানোর একটা উর্বর ক্ষেত্র হল বাজার |বাজারে গিয়ে হাত দিয়ে ধরছেন যেগুলো খুব সম্ভবত সংক্রমিত |বাজার করার পর হাত না দেওয়া পর্যন্ত মুখে কখনই হাত দেবেন না |ইংল্যান্ডের ওয়ারউইক মেডিকেল স্কুলের ড. জেমস গিল বলেছেন ঘরের কাজে ব্যবহার করা যায় এমন ব্লিচ সঠিক মাত্রায় ব্যবহার করলে এক মিনিটের মধ্যে ভাইরাস নিষ্ক্রিয় করা যায় । আর খাবারের আগে অবশ্যই কুড়ি সেকেন্ড ভালো করে হাত ধুয়ে ফেলুন।

-Advertisement-

সূত্র BBC

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-