
সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সম্প্রতি এক অভিনব রক্তদান শিবির সংঘটিত হলো বেলঘড়িয়া রথ তলায় | আমাদের রাজ্যের করোনাভাইরাস চলাকালীন কলকাতা মেডিকেল কলেজে ব্লাড ব্যাংক গুলো রক্তশূন্য হতে চলেছে ।সেন্ট্রাল ব্লাড ব্যাংক রক্তশূন্য জায়গায় চলে আসছে। এই মুহূর্তে মানুষের পাশ থেকে বেলঘরিয়া রথতলা,বিটি রোড এর উপর পরিষেবা অনুষ্ঠিত হয়। ওই সংস্থার মুখ্য সংগঠক সোমনাথ রায় চৌধুরী আমাদের জানান তার ভাবনা থেকেই এই মহতী রক্তদান শিবিরে ।প্রতিদিন সকাল 11 টা থেকে রথ তলার মোড়ে পরিষেবা অফিস ঘরে রক্তদান শিবি চলছে ।তিনি আমাদের আরও জানান কোন মঞ্চ করা হয়নি , কোন প্যান্ডেল নেই কোন মাইকের ব্যবস্থা নেই । রক্তদান শিবির 28 থেকে চলবে 15 এপ্রিল পর্যন্ত চলবে । রক্তদান শিবিরের রক্ত সংগ্রহ করতে আসছেন সাগর দত্ত মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক কর্মীরা ।এই মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র সংসদ সৌগত রায় এবং স্থানীয় পুরপ্রধান গোপাল সাহা । ওই সংস্থার মুখ্য সংগঠক সোমনাথ রায় চৌধুরী উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় |