পশ্চিমবঙ্গে করোনা আতঙ্কে ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে | তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) করোনাকে অতিমারী ঘোষণার পর থেকেই কঠোর হতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার | একের পর এক স্কুল কলেজকেও এবার বন্ধ করা হচ্ছে শুধুমাত্র করোনা আতঙ্কের জেরে| এই রাজ্যেও সমস্ত সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে| ১৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল,কলেজ ও মাদ্রাসা| আজ শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে| তবে এর প্রভাবে উচ্চমাধ্যমিকের সূচিতে কোনরূপ পরিবর্তন হবে না বলেই জানা গেছে|
