সংবাদ ভাস্কর: করোনা ভাইরাসের থাবায় পুরো ভোট নিয়ে চিন্তায় স্টেট ইলেকশন কমিশনার| সারা ভারতবর্ষে মিটিং-মিছিল বাতিল করেছেন কেন্দ্রীয় সরকার| করোনা ভাইরাসের থাবায় মৃত্যু হয়েছে দুজনের, আক্রান্ত হয়েছেন 94 জনের মতো| ভারতের সব রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে| করোনা ভাইরাস যে অবস্থা দাঁড়িয়েছে তাতে পুরভোট গুলি হবে কিনা সন্দেহের দানা বেঁধেছে| এপ্রিল মাসে পুরভোট হবে কিনা অনুমান করছেন অভিজ্ঞমহল| তৃণমূল সূত্রে খবর, পরিস্থিতির দিকে নজর রাখছে সবাই| তারা আশা করছেন রাজ্য নির্বাচন কমিশনার সঠিক সিদ্ধান্ত নেবেন|
-Advertisement-