-Advertisement-

করোনা মোকাবিলায় চমকপ্রদ ওষুধ জাপানের হাতে ?

আন্তর্জাতিক খবর

ফ্যাভিপিরাভির (প্রচলিত নাম এভিগান) নামের জাপানী জ্বরের ঔষধ উহান ও সেনজেন শহরের করোনা আক্রান্তদের ওপর যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলছে বলে চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন l

-Advertisement-

৩৪০ জন আক্রান্ত রোগীর ওপর পরীক্ষা করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই ওষুধে রোগ মুক্তির সময় এগিয়ে আসে অনেক দ্রুত এবং রোগীর ফুসফুসের অবস্থার অনেক উন্নতি হয় l

আপাতত সারা পৃথিবীর নজর এখন এই ওষুধের প্রয়োগের দিকে l

-Advertisement-
Share this page:

1 thought on “করোনা মোকাবিলায় চমকপ্রদ ওষুধ জাপানের হাতে ?

  1. জাপানের এই গবেষণা যেন সাফল্য অর্জন করে এই কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-