
সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক:
অবশেষে মিলল বহু প্রতীক্ষিত জয় l আজ ভোর সাড়ে পাঁচটায় ফাঁসি হয়ে গেল নির্ভয়া গণধর্ষণ ও হত্যার চার মূল আসামী পবন গুপ্তা, বিনয় শর্মা, অক্ষয় কুমার সিং ও মুকেশ সিং এর l
গত ২৪ ঘণ্টার মধ্যে আদালত ফাঁসির রায় বহাল রাখার জন্য দোষীদের পৃথক পাঁচটি প্রচেষ্টা খণ্ডন করে। শীর্ষ আদালত তিনটি আর্জি খারিজ করে দিল্লি, দিল্লী হাইকোর্ট এবং এক্সিকিউটিভ ট্রায়াল কোর্ট প্রত্যেকে একটি করে। গভীর রাতে শুনানিতে সুপ্রিম কোর্ট এর আগে ফাঁসির রায় স্থগিতের জন্য দোষীদের চূড়ান্ত প্রয়াস প্রত্যাখ্যান করে বলেছিল, রাষ্ট্রপতি তার দ্বিতীয় করুণার আবেদন প্রত্যাখ্যান করার পর পবন গুপ্তের আবেদনের আর কোনও কারণ নেই। দিল্লি হাইকোর্টও বৃহস্পতিবার গভীর রাতের শুনানিতে নির্ভয়া মামলার সাজাপ্রাপ্ত আসামির আবেদন খারিজ করে দিয়েছিল l
গোটা দেশ কাঁপিয়ে দেওয়া এই সাড়াজাগানো নৃশংস ঘটনারঅবসান হলো ঠিকই কিন্তু প্রশ্ন থেকেই গেল – এই ধরনের বিরলতম ঘটনার সাজা হতে এত সময় লাগলো কেন?