
এপ্রিলেই মা হচ্ছেন কোয়েল
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
আসন্নপ্রসবা জনপ্রিয় আভিনেত্রী কোয়েল মল্লিকের দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে মা হওয়ার এই সময়টা তিনি তারিয়ে তারিয়ে উপভোগ করছেন। সমস্ত কাজের জগত থেকে আপাতত ছুটি নিয়ে তিনি এখন তার পরিবার এবং আগত নতুন অতিথিকে নিয়েই আগামি দিনগুলি কাটাতে চান।
অসম্ভব প্রতিভাশালী এই অভিনেত্রী এখন তার মাতৃত্বের জন্য খবরের শিরোনামে। স্বামী বিখ্যাত প্রযোজক নিসপাল রানে এবং পরিবারের প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। কোয়েলের কথায় “ নিসপাল এখন সপ্তম স্বর্গে, আসন্ন শিশুটি কে ঘিরে সমস্ত পরিকল্পনায় মত্ত।“ বাড়ির সবাই অপেক্ষায় রয়েছে নতুন অতিথির।
এই অবস্থায় কোন অসুবিধা বা মুড সুয়িং হচ্ছে কিনা জিজ্ঞেস করায় কোয়েল সব নস্যাৎ করে দিয়ে বলে তার সবসময় গৃহবধূ হিসেবে কাটাতেই ভাল লাগত, কিন্তু তা হয়ে ওঠে নি, তাই এই দিনগুলি তিনি মনের মণিকোঠায় রেখে দিতে চান, চেটেপুটে নিতে চায় নতুন পেতে চাওয়া দায়িত্বকে।
এখন শুধু অধীর আগ্রহে অপেক্ষা এপ্রিল মাসে আকাঙ্খিত অতিথিকে বরণ করে নেওয়ার।