সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
দুর্গাপুর : দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক নিকটেই অর্থাৎ একটি অতি জনবহুল রাস্তার উপরেই দীর্ঘ দিন ধরেই দেখা যাচ্ছে একটি খোলা মুখ বৃহদাকার গর্ত | অবশ্য এটি এখনও আন্ডার কন্সট্রাকশন রয়েছে ,কিন্তু প্রশ্ন একটাই যে রাস্তাটি দিয়ে সবসময় জনগণের যাতায়াত হয়ে থাকে , সেই রাস্তাটিকে কেন অবিলম্বে ঠিক করা হচ্ছেনা | এই রাস্তাটি দিয়েই অধিকাংশ জনগণ দুর্গাপুর মহকুমা হাসপাতালে যাতায়াত করে থাকে আর এই রাস্তা দিয়েই দিনের বিভিন্ন সময়েই হাসপাতালে যাতায়াত করে থাকে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলি | গর্তটি ওই রাস্তাটির ঠিক যে জায়গায় রয়েছে সচক্ষে না দেখলে কেউ বুঝতে পারবে না যে ওই জায়গায় গর্তটি কতটা বিপদজনক ভাবে রয়েছে | একটু অসাবধানী হলেই যে কোনোও মুহূর্তেই ঘটে যাবে বড়সড় দুর্ঘটনা | এমনকি ওই গর্তটির চারিধারে নেই কোনোও সচেতনতা মূলক সাংকেতিক চিহ্ন |
প্রশ্ন এখন একটাই যে যদিও ওই রাস্তাটি নির্মীয়মাণ অবস্থায় রয়েছে ,তবে কেন কোনো সচেতনতা মূলক চিহ্ন দেয়নি কর্তব্যরত সংস্থা | যদি ওই স্থানে কোনোও বড় বিপদ ঘটে যায় ,তবে তার দায়ভার কে নেবে | তাই প্রশাসনের অবিলম্বে দরকার সঠিক হস্তক্ষেপের।