সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
-Advertisement-
জনপ্রিয় আমেরিকান পপ সঙ্গীতশিল্পী কেনি রজার্স আজ শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।
১৯৭০ থেকে ১৯৮০ র দশক পর্যন্ত সাফল্যের শীর্ষে থাকা এই গায়ক তিনবার সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। প্রায় ছয় দশক তিনি দাপটের সঙ্গে তার কৃতিত্ব ও সাফল্য ধরে রাখতে পেরেছিলেন।
-Advertisement-
সঙ্গীতের পাশাপাশি তিনি ছিলেন স্বনামধন্য ব্যাবসায়ী ও অনেক হোটেলের মালিক। পাঁচবার বিবাহ এবং পাঁচ সন্তানের জনক এই গায়ক পাশ্চাত্য সঙ্গীতের ইতিহাসে ধ্রুবতারা হয়ে থাকবেন সারাজীবন।
-Advertisement-