সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
আজ প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দেশে ‘জনতা কারফিউ’। সারাবছর বিভিন্ন বিষয়ে মতপার্থক্য সত্ত্বেও দেশের স্বার্থে আজ সবাই একজোট হয়ে করোনা ভাইরাস মোকাবিলায় প্রস্তুত।
দলমত নির্বিশেষে সবাই আজ ‘ভাইরাস চেন’ ভাঙ্গার জন্য ঘরে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। ফলে আজ দেশ এক আলাদা রকম ছুটির দিন দেখতে চলেছে।
এরমধ্যেই আগামীকাল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী নবান্নে এক সর্বদলীয় বৈঠক ডেকেছেন যাতে সবার মত নিয়ে আগামী দিনগুলিতে কিভাবে এই সংক্রমণ তথা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা যায় তার আলোচনা করবেন।
রীতিমত বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র দপ্তর এদিন জানিয়ে দিয়েছেন যে আগামী ৩১ শে মার্চ পর্যন্ত শহরের সমস্ত রেস্তোরা, পাব, নাইট ক্লাব, চিড়িয়াখানা, বিনোদন পার্ক, জাদুঘর, ম্যাসেজ পার্লার বন্ধ থাকবে।
গত চব্বিশ ঘণ্টায় শহরে আক্রান্তের সংখ্যা দুই থেকে চার হয়ে গেছে অর্থাৎ একলাফে দ্বিগুন যা সত্যিই উদ্বেগের। তাই আজ সব রাজনৈতিক শিবির একযোগে স্বেচ্ছায় গৃহবন্দী হতে চলেছে।