সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
হাবড়াঃ চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিল আবার রাজ্যের তৃতীয় করোনা ভাইরাস আক্রান্ত ব্যাক্তি। উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত দক্ষিন হাবড়ার স্বামিজি রোডের এক তরুণী স্কটল্যান্ডে এমবিএ পড়তেন। গত ২০ শে মার্চ সকালে তিনি কলকাতা বিমানবন্দরে নামেন। সেখানেই থারমাল স্ক্রিনিং এ তার জ্বর ধরা পড়ে এবং তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়।
সমস্যার শুরু হল মেয়েটির বাবা, বিশেষ বন্ধু এবং ড্রাইভার তাকে সঙ্গে করে হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে কোয়ারান্তিনে থাকা তো দুরের কথা, তারা এলাকায় দিব্যি ঘুরে বেরিয়েছেন।
সুত্রের খবর এরপর বাড়িতে হাবড়া থানার পুলিশ গিয়ে তাদের সংক্রমণ-প্রতিষেধক পোশাক পরিয়ে আইডি হাসপাতালে নিয়ে যায় ও সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষার পর আপাতত সবাইকে হোম কোয়ারান্তিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। হাবড়া থানার পুলিশ ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এলাকার মানুষকে অযথা আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন। বারবার সচেতন করা সত্ত্বেও কেন কিছু মানুষ বেপরোয়া আচরণ করছেন সে প্রশ্ন থেকেই যাচ্ছে।