
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
করোনার জেরে সমুহ বিপদে ভারতের প্রায় ৫৪ জন পর্যটক, যাদের বেশীরভাগই তামিলনাড়ুর বাসিন্দা। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে তাদের ১৮ ই মার্চ ভারতের বিমান ধরার কথা ছিল। পরপর সমস্ত বিমান বাতিল হওয়ায় প্রায় চার দিন তারা বিমানবন্দরেই কাটাচ্ছেন।
ইতিমধ্যে মালয়েশিয়ায় অবস্থিত ভারতীয় দুতাবাসের এক পদস্থ অফিসার এসে তাদের পরিস্থিতি দেখে রিপোর্ট জমা করেছেন এবং সবরকম আশ্বাস দেওয়া হয়েছে ভারতে ফিরিয়ে নিয়ে আসার।
শর্মিলা আব্দুল লতিফ নামক আটকে পড়া চেন্নাইয়ের এক বাসিন্দার কথায় “ আমাদের সঙ্গে অনেক বয়স্ক মানুষ আছে যাদের শোয়ার কোন জায়গা নেই, চেয়ারে বসে রাত কাটাতে হচ্ছে। যদি এদের মধ্যে কেউ অসুস্থ হয় তাহলে কে দায়িত্ব নেবে?”
লতিফের কথায়,” আমরা বারবার অনুরোধ করেছি ভারতে ফেরার ব্যবস্থা করতে, কিন্তু ওখানকার এক আধিকারিক বলেন ভারত সরকার এখনও কোন অনুমতি দিচ্ছে না।“
করোনা আতঙ্কে এবং দেশে ফেরার আশায় এই অসহায় পর্যটকরা এখন ভারত সরকারের অনুমতির অপেক্ষায় দিন গুনছেন।