সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার নিরিখে দ্বিতীয় ধাপে রয়েছে। কিন্তু দিনদিন যে ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং রোগ ছড়িয়ে পড়ছে তার সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের জারি করা ১৮৯৭ সালের মহামারী রোগ (নিয়ন্ত্রন) আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী আজ বিকেল ৪ টের পর থেকে ২৭ শে মার্চ রাত ১২ টা পর্যন্ত লক-ডাউন থাকছে গোটা রাজ্য।
প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে সমস্ত রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রীর অনুরোধ,” নিজের নিজের পরিবারের, বাংলার লোকের স্বাস্থ্যের কথা চিন্তা করে দরকার না হলে বাইরে বেরোবেন না।“
এই নির্দেশিকা অনুযায়ী বন্ধ থাকবে ট্রেন, বাস, অটো, রিক্সা, ট্যাক্সিসহ সমস্ত পরিবহন। বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি অফিস, গুদাম, বানিজ্যিক প্রতিষ্ঠান।
খোলা থাকবে রাজ্যের সমস্ত রেশন দোকান, পাড়ার মুদির দোকান, সবজি, ফল ও নিত্য প্রয়োজনীয় জিনিষের দোকান। খোলা রাখা হবে সব পেট্রোল পাম্প, ব্যাংক, এটিএম। হাসপাতালে আসা-যাওয়ার জন্য কোলকাতায় ও রাজ্যে চলবে ট্যাক্সি, প্রাইভেট গাড়ি। চালু থাকছে হোম ডেলিভারি ব্যবস্থা।
মুখ্যমন্ত্রী আরও অনুরোধ করেছেন যাতে ৭ জন বা তার বেশি লোক এক জায়গায় জমায়েত না হয়। প্রয়োজনে রাজ্য-সরকার ও প্রশাসন সাহায্য করার জন্য প্রস্তুত, তাই অযথা আতঙ্কিত বা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে ও একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার অনুরোধ করেছেন।
কোন ব্যক্তি এই সব নির্দেশ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
একনজরে লক ডাউনঃ-
১) কোচবিহার – জেলা সদর শহর
২) আলিপুরদুয়ার – জেলা সদর শহর, জয়গাঁ
৩) কালিম্পং – জেলা সদর শহর
8) জলপাইগুড়ি – জেলা সদর শহর
৫) দার্জিলিং- দার্জিলিং, কারশিয়াং, শিলিগুড়ি
৬) উত্তর দিনাজপুর – পুরো জেলা
৭) দক্ষিন দিনাজপুর – জেলা সদর শহর
৮) মালদা – পুরো জেলা
৯) মুর্শিদাবাদ – পুরো জেলা
১০) নদীয়া – পুরো জেলা
১১) বীরভূম – সমস্ত পুরসভা এলাকা
১২) পশ্চিম বর্ধমান – পুরো জেলা
১৩) পূর্ব বর্ধমান – জেলা সদর শহর, কালনা, কাটোয়া
১৪) পুরুলিয়া – জেলা সদর শহর
১৫) বাঁকুড়া – জেলা সদর শহর। বড়জোড়া, বিষ্ণুপুর
১৬) পশ্চিম মেদিনীপুর – জেলা সদর শহর, খড়গপুর, ঘাটাল
১৭) ঝাড়গ্রাম – জেলা সদর শহর
১৮) পূর্ব মেদিনীপুর – জেলা সদর শহর, হলদিয়া, দিঘা, কোলাঘাট, কাঁথি
১৯) হাওড়া – পুরো জেলা
২০) হুগলী – জেলা সদর শহর, চন্দননগর, উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর, আরামবাগ
২১) দক্ষিন ২৪ পরগনা – ডায়মন্ড হারবার, ক্যানিং, সোনারপুর, বারুইপুর, ভাঙ্গর, বজবজ, মহেশতলা
২২) উত্তর ২৪ পরগণা – সল্টলেক, নিউটাউন সহ সমস্ত পুর এলাকা
২৩) কোলকাতা – পুরো কর্পোরেশন এলাকা